করোনাভাইরাসে আক্রান্ত সেভিয়ার ফুটবলার

কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার এক ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 04:24 PM
Updated : 29 July 2020, 04:26 PM

ইউরোপা লিগে শেষ ষোলোর ম্যাচকে সামনে রেখে রোববার দলের খেলোয়াড়, কোচ ও স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করায় সেভিয়া। এক বিবৃতিতে বুধবার তাদের মধ্যে একজন খেলোয়াড়ের পরীক্ষার ফল পজিটিভ আসার খবর দেয় ক্লাবটি।

আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি সেভিয়া। তার কোনো উপসর্গ নেই এবং তিনি বাড়িতে সেলফ-আইসোলেশনে আছেন বলে জানানো হয়েছে।

চারে থেকে লা লিগার আসর শেষ করা সেভিয়া আগামী ৬ অগাস্ট জার্মানিতে ইউরোপা লিগে খেলবে রোমার বিপক্ষে। করোনাভাইরাসের কারণে গত মার্চে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি স্থগিত হয়েছিল। বদলে যাওয়া পরিস্থিতিতে খেলা হবে এক লেগে।

আগের দিন মঙ্গলবার দলের ফরোয়ার্ড মারিয়ানো দিয়াসের করোনাভাইরাসে আক্রান্তের খবর দেয় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামী ৭ অগাস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে দলটি।