ফিটনেস ধরে রাখতে লড়ে যাচ্ছেন মৌসুমী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2020 04:50 PM BdST Updated: 29 Jul 2020 04:51 PM BdST
করোনাভাইরাসে বন্ধ মেয়েদের লিগ। পুনরায় শুরুর ব্যাপারে এখনও কোনো ইঙ্গিত দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে নিজেকে প্রস্তুত রাখছেন মিশরাত জাহান মৌসুমী। ফিটনেস ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
ভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে বন্ধ হয়ে যায় মেয়েদের লিগ। মৌসুমী-মারিয়ারা চলে যান নিজেদের বাড়িতে। তবে সবসময়ই তারা আছেন জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও তার স্টাফদের নির্দেশনার মধ্যে।
বাফুফের মাধ্যমে বুধবার পাঠানো বার্তায় মৌসুমী ভালো থাকার কথা জানিয়েছেন। ঘরে বসে ফিটনেস ধরে রাখা কঠিন হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
“এখনও ভালো আছি, সুস্থ আছি এবং আমার পরিবারও ভাল। বাড়িতেই পুরো সময় কাটে; খাই, ঘুমাই ও স্ট্রেচিং করি। খুব একটা বেশি বাইরে যাই না; স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার চেষ্টা করি।”

শুরু থেকে অনলাইনের মাধ্যমে শিষ্যদের ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন রব্বানী। সেটা এখনও অব্যাহত রয়েছে বলেও জানালেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মৌসুমী।
“বাংলাদেশের মহিলা দলের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা সব খেলোয়াড় এবং কোচিং স্টাফ, হেড কোচ ছোটন স্যার, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু স্যার, দুই মহিলা কোচ অনন্যা ম্যাডাম এবং সাইনু দিদি - এ গ্রুপের সদস্য। বাফুফে অফিশিয়ালরাও সেখানে আছেন।”
‘আমরা সেখানে সপ্তাহে দুই-তিনবার সবার সাথে আলোচনা করি। পাশাপাশি প্রতিদিনের কাজগুলো রিপোর্ট করি।”
-
ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
-
বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
-
ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
-
টিভিতে আজ
-
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
-
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!
-
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়
-
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে
সর্বাধিক পঠিত
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী