করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের মারিয়ানো

কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড মারিয়ানো দিয়াস। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাকে পাওয়া নিয়ে তাই জেগেছে শঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 12:57 PM
Updated : 28 July 2020, 12:57 PM

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতার শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ সামনে রেখে মঙ্গলবার অনুশীলনে ফিরেছে রিয়াল। এদিনই দিয়াসের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেয় ক্লাবটি।

২৬ বছর বয়সী এই ডমিনিকান-স্প্যানিশ ফরোয়ার্ড শারীরিকভাবে সুস্থ আছেন। এখন তিনি বাড়িতে সেলফ-আইসোলেশনে থাকবেন।

করোনাভাইরাসের কারণে ফুটবল স্থগিতের আগে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ ব্যাবধানে হেরেছিল রিয়াল। ফিরতি পর্বে তারা ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে আগামী ৭ অগাস্ট, ইতিহাদ স্টেডিয়ামে।