মেসির সঙ্গে তুলনায় বিরক্ত রোমেরো

সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লা লিগায় অভিষেক হওয়া লুকা রোমেরোর মাঝে অনেকে লিওনেল মেসির ছায়া দেখেন। অতি উৎসাহী কেউ কেউ তুলনাও করে বসেন, যা মোটেও পছন্দ নয় রিয়াল মায়োর্কার এই তরুণের। জানালেন, তার চোখে মেসি একজনই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 11:57 AM
Updated : 28 July 2020, 11:57 AM

করোনাভাইরাসের থাবায় স্থগিত থাকা লা লিগা পুনরায় শুরুর পর মাত্র ১৫ বছর ২১৯ দিন বয়সে মায়োর্কার জার্সিতে অভিষেক হয় রোমেরোর। ফক্স স্পোর্টসকে এই তরুণ জানান, মেসির সঙ্গে তুলনা নিয়ে নিজের মনোভাব।

“তারা আমাকে মেসির সঙ্গে তুলনা করে, বিষয়টা আমাকে বিরক্ত করে। মেসি একজনই। আর আমি ফুটবলে নিজের নামে প্রতিষ্ঠিত হতে চাই।”

তিনটি দেশের পাসপোর্টধারী এই আক্রমণাত্মক মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলে খেলতে চান আর্জেন্টিনার হয়ে।

“আমি মেক্সিকোতে জন্মেছি, কিন্তু আমার পরিবার আর্জেন্টাইন। আমার তিনটি জাতীয়তা আছে-মেক্সিকো, আর্জেন্টাইন ও স্প্যানিশ।”

“যদি আর্জেন্টিনা এখনও চায়, আমি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব, যদি সম্ভব হয়…কিলমেসে আর্জেন্টিনা দলের হয়ে অনুশীলন করতে ভালো লাগবে আমার, কেননা আমার বাবা ওখানেই খেলতেন।”