ড্রিবলিংয়ে আবারও সেরা মেসি

লা লিগার শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি এবার। তবে লিওনেল মেসি ব্যক্তিগতভাবে পেয়েছেন মুঠোভরে। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সেরা অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন। ২০১৯-২০ মৌসুমের লা লিগায় ‘ড্রিবলিং কিং’ খেতাবও ফিরে পেয়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 09:07 AM
Updated : 28 July 2020, 09:07 AM

২৫ গোল করে লা লিগায় সপ্তমবারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন মেসি। মার্কার হিসেব অনুযায়ী রেকর্ড ২১টি অ্যাসিস্টও করেছেন তিনি।

স্প্যানিশ ক্রীড়া পত্রিকাটি জানিয়েছে, এবারের লিগে ড্রিবলিংয়েও সবচেয়ে সফল ছিলেন মেসি। ১৮২ বার ড্রিবলিংয়ে সফল হয়েছেন তিনি। যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল বেতিসের নাবিল ফেকিরের চেয়ে (৯৮ বার) প্রায় দ্বিগুণ।

এই তালিকায় আন্দ্রে-ফ্রাঙ্ক জামবো (৮৬ বার) ও ফাবিয়ান ওরেয়ানা (৬৯ বার) তালিকায় আছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

গত মৌসুমে সেল্তা ভিগোর সোফিয়ানে বৌফালের কাছে ড্রিবলিং কিংয়ের মুকুট হারিয়েছিলেন মেসি। ফাবিয়ান ১৪৪বার সফল হয়েছিলেন। মেসি সফল হয়েছিলেন ১৩৪ বার।

লা লিগায় গত ১০ বছরের হিসেবে অবশ্য ড্রিবলিংয়ে আধিপত্য মেসির। এই সময়ে ছয়বার ড্রিবলিং কিংয়ের মুকুট পরেছেন রেবর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।