সবচেয়ে বেশি বয়সে ভার্ডির গোল্ডেন বুট জয়

সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতলেন লেস্টার সিটির স্ট্রাইকার জেমি ভার্ডি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2020, 01:49 PM
Updated : 27 July 2020, 01:52 PM

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে ২০১৯-২০ আসরে সর্বোচ্চ ২৩ গোল করেছেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ ২২টি করে গোল আর্সেনালের পিয়েরে-এমেরিক অবামেয়াং ও সাউথ্যাম্পটনের ড্যানি ইঙ্গসের।

এর আগে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ৩২ বছর বয়সে পুরস্কারটি জিতেছিলেন সাবেক চেলসি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। ২০০৯-১০ আসরে চেলসির লিগ জয়ের পথে ২৯ গোল করেছিলেন কোত দি ভোয়ার সাবেক এই তারকা ফুটবলার।

নবম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন বা ভাগাভাগি করলেন ভার্ডি।

গত মৌসুমে পুরস্কারটি যৌথভাবে জিতেছিলেন লিভারপুলের দুই তারকা সাদিও মানে ও মোহামেদ সালাহ এবং আর্সেনালের পিয়েরে-এমেরিক অবামেয়াং; প্রত্যেকেই গোল করেছিলেন ২২টি করে।

শেষ রাউন্ডের ম্যাচে গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল পাননি ভার্ডি। ২-০ গোলে হেরে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারায় লেস্টার। তারা লিগ শেষ করেছে পাঁচে থেকে।

২০১৫-১৬ মৌসুমে লেস্টারের মহাকাব্যিক শিরোপা জয়ের পথে ২৪ গোল করেছিলেন ভার্ডি। তবে ২৫ গোল করে সেবার গোল্ডেন বুট জিতেছিলেন হ্যারি কেইন।