‘চাভির সঙ্গে সম্পর্ক ভালো, তবে সেতিয়েনই কোচ’

বার্সেলোনায় কিকে সেতিয়েনের অনিশ্চিত ভবিষ্যৎ এবং চাভির কোচ হিসেবে ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে কাতালুনিয়ার দলটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানালেন, আগামী মৌসুমে সেতিয়েনের হাতেই থাকছে বার্সেলোনার দায়িত্ব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2020, 12:54 PM
Updated : 27 July 2020, 12:54 PM

কাম্প নউয়ে গত জানুয়ারিতে যোগ দেওয়া সেতিয়েনের কোচিংয়ে বার্সেলোনার পারফরম্যান্স মোটেও আশানুরূপ নয়। অধারাবাহিক পারফরম্যান্সে তারা হারিয়েছে লা লিগা শিরোপা। সামনে চ্যাম্পিয়ন্স লিগ চ্যালেঞ্জ।

দলে নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কদিন আগে নিজেই মন্তব্য করেছিলেন সেতিয়েন। অন্যদিকে, আগে থেকেই চলছে চাভির কোচ হয়ে ফেরার গুঞ্জন। সবকিছু মিলে বার্সেলোনার ডাগআউটে আবারও পরিবর্তনের সম্ভাবনা দেখছেন অনেকেই। তবে মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ তা উড়িয়ে দিলেন।

“চাভি এমন একজন খেলোয়াড়, যার সঙ্গে আমার দারুণ সম্পর্ক আছে। কিন্তু কিকে সেতিয়েনের সঙ্গে বার্সেলোনার একটা চুক্তি আছে, চুক্তির মেয়াদ আগামী বছর পর্যন্ত।”

“আমরা সবসময় বলেছি যে, কিকে সেতিয়েনই আমাদের কোচ এবং তিনিই আমাদের চ্যাম্পিয়ন্স লিগে পথ দেখাবেন। সেখানে ভালো কিছু করতে আমরা দারুণ আশাবাদী।”

শোনা যাচ্ছে, চুক্তি নবায়নের ব্যাপারে বার্সেলোনার সঙ্গে আলোচনা থামিয়ে দিয়েছেন লিওনেল মেসি। এ নিয়ে বরাবরের মতোই বার্তোমেউ জানিয়েছেন আশার কথা।

“মেসি এটা অনেকবারই বলেছে। সে বলেছে, বার্সেলোনায় থেকে অবসরে যাবে। মেসির বর্তমান চুক্তি শেষ হবে ২০২১ সালে। তবে আমার কোনো সন্দেহ নেই, আরও বেশি সময় সে এখানে খেলবে।”