এমবাপেকে নিয়ে ‘দুঃশ্চিন্তায়’ পিএসজি

ফরাসি কাপ জয়ের ম্যাচে বড় এক দুঃশ্চিন্তা সঙ্গী হয়েছে পিএসজির। ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে উঠে যাওয়া কিলিয়ান এমবাপেকে মৌসুমের বাকি সময়ে পাওয়া নিয়ে শঙ্কায় আছেন দলটির কোচ টমাস টুখেল ও ডিফেন্ডার মার্কিনিয়োস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2020, 10:57 AM
Updated : 25 July 2020, 10:57 AM

প্যারিসের স্তাদে দি ফ্রান্সে শুক্রবার নেইমারের একমাত্র গোলে সাঁত এতিয়েনকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে পিএসজি। ম্যাচের ২৭তম মিনিটে ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপে।

এমবাপেকে বাজেভাবে ফাউল করায় ভিএআরের সাহায্যে লোয়িচ পেরিনকে লাল কার্ড দেখান রেফারি। চোখে জল নিয়ে মাঠ ছাড়া তরুণ ফরাসি ফরোয়ার্ড ম্যাচের শেষ দিকে দুই ক্রাচে ভর দিয়ে আসেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ২১ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে নিয়ে শঙ্কার কথা জানান টুখেল।

“ফাউলটি যেই দেখেছে, সেই চিন্তিত।”

টিভি চ্যানেল ফ্রান্স ২-তে সতীর্থকে নিয়ে উদ্বেগের কথা জানান মার্কিনিয়োসও।

“অবশ্যই, এমবাপের চোট আমাদের চিন্তায় ফেলে দিয়েছে…আশা করি এটা খুব মারাত্মক নয়।”

আগামী শুক্রবার ফরাসি লিগ কাপের ফাইনালে লিওঁর বিপক্ষে খেলবে টুখেলের দল। এরপর আগামী ১২ অগাস্ট খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। লিসবনে শেষ আটের ম্যাচে তাদের প্রতিপক্ষ সেরি আর দল আতালান্তা।