দায়িত্ব বুঝে নেওয়ার আগেই জর্ডি ক্রুইফের পদত্যাগ

একুয়েডর জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার সাত মাসের মাথায় পদত্যাগ করলেন জর্ডি ক্রুইফ। দীর্ঘ এই সময়ে দলটির সঙ্গে কাজের কোনো সুযোগ হয়নি বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইডের সাবেক এই মিডফিল্ডারের। এমনকি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিতে দেশটিতে যেতেও পারেননি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2020, 01:33 PM
Updated : 24 July 2020, 01:33 PM

কাজে যোগ দিতে গত সপ্তাহে একুয়েডরে যাওয়ার কথা ছিল জর্ডির। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে যাননি তিনি। দেশটির ফুটবল ফেডারেশনের কাছে সময় চেয়েছিলেন আরও। কিন্তু ফেডারেশন তাকে পদত্যাগের অনুরোধ জানায়।

এক বিবৃতিতে বৃহস্পতিবার ৪৬ বছর বয়সী এই কোচের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হতে আর তিন মাসের মতো সময় হাতে আছে। জর্ডির উত্তরসূরি বেছে নিতে এবং তার কোচিংয়ে দলের গড়ে উঠতে সময় অল্প থাকায় দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছে সংস্থাটি।  

আগামী অক্টোবরে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে একুয়েডর।

কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফের ছেলে জর্ডি ক্রুইফ দলটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছিলেন। চীন, সাইপ্রাস, ইসরাইল ও মাল্টায় কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।