ঘরের মাঠে ইউনাইটেডের হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2020 12:58 AM BdST Updated: 23 Jul 2020 01:23 AM BdST
এফএ কাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার হতাশা কাটতে না কাটতেই এবার লিগে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে উলে গুনার সুলশারের দলকে রুখে দিয়ে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
দুই দলের লড়াই বুধবার ১-১ সমতায় শেষ হয়। এই ড্রয়ের পরও ৬৩ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার তিন নম্বরে উঠেছে ইউনাইটেড। ৬২ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা লেস্টার সিটির বিপক্ষে আসরে নিজেদের সবশেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন্স লিগে ফিরবে দলটি।
লিগের প্রথম পর্বে গত সেপ্টেম্বরে ওয়েস্ট হ্যামের মাঠে ২-০ গোলে হেরেছিল প্রতিযোগিতার সফলতম দলটি।
এফএ কাপে চেলসির বিপক্ষে হারা ম্যাচ থেকে চারটি পরিবর্তন নিয়ে খেলতে নামা ইউনাইটেড তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে অঁতনি মার্সিয়ালের শট রুখে দেন সফরকারী গোলরক্ষক লুকাস ফাবিয়ানিস্কি।
৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মার্কাস র্যাশফোর্ডের জোরালো শট ফিরিয়ে আরেকবার সফরকারীদের ত্রাতা পোলিশ এই গোলরক্ষক।
প্রথমার্ধের যোগ করা সময়ে উল্টো গোল হজম করে ইউনাইটেড। সফল স্পট কিকে ওয়েস্ট হ্যামকে এগিয়ে নেন মিশেল আন্তোনিও। ডি-বক্সের ভেতর পল পগবা হ্যান্ডবল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১তম মিনিটে স্বাগতিকদের ম্যাচে ফেরান ম্যাসন গ্রিনউড। ডি-বক্সের ভেতর মার্সিয়ালের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তরুণ এই ইংলিশ ফরোয়ার্ড।
বাকি সময়ে দুই দলই একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু আর গোলের দেখা পায়নি কেউই।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড