২০২২ পর্যন্ত মিলানে পিওলি

এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন স্তেফানো পিওলি। ২০২২ সালের জুন পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন ৫৪ বছর বয়সী এই ইতালিয়ান কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2020, 11:15 AM
Updated : 22 July 2020, 11:15 AM

গত বছরের অক্টোবরে মিলানের দায়িত্ব নেওয়া পিওলির চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত। গত ফেব্রুয়ারি থেকে ইতালিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছিল, তার জায়গায় আগামী মৌসুমে মিলানের দায়িত্ব দেওয়া হতে পারে লাইপজিগ ও শালকের সাবেক জার্মান কোচ রালফ রাংনিককে।

তবে সেরি আয় মঙ্গলবার সাস্সুয়োলোর বিপক্ষে ২-১ গোলে জয়ের পরপরই এক বিবৃতিতে পিওলির সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর কথা জানায় মিলান।

৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ইতালির শীর্ষ লিগের পঞ্চম স্থানে আছে মিলান। নিজেদের পরের ম্যাচে আগামী শুক্রবার ঘরের মাঠে দ্বিতীয় স্থানে থাকা আতালান্তার মুখোমুখি হবে তারা।