লা লিগার সঙ্গে পিচিচি এলে ভালো লাগতো: মেসি

লা লিগা হারানোর ক্ষতে প্রলেপ দিচ্ছে না পিচিচি ট্রফি জয়। দলীয় খেলায় ব্যক্তিগত অর্জনকে কখনোই অতোটা গুরুত্ব দেন না লিওনেল মেসি। সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মতে, ফুটবলে ব্যক্তিগত পুরস্কার ও লক্ষ্য মূল বিষয় নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2020, 03:47 PM
Updated : 20 July 2020, 03:56 PM

আলাভেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার আসর শেষ করে বার্সেলোনা। ম্যাচটিতে জোড়া গোল করা মেসি টানা চতুর্থবারের মতো জেতেন পিচিচি ট্রফি। সব মিলিয়ে পুরস্কারটি সপ্তমবার জিতে ছাড়িয়ে গেছেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো সাররাকে।

লিগ শিরোপা হাতছাড়া হওয়ায় দারুণ এই অর্জন খুব একটা দোলা দিচ্ছে না মেসিকে।

“ব্যক্তিগত পুরস্কার ও লক্ষ্য মূল বিষয় নয়। সাতটি পিচিচি ট্রফি জেতা গুরুত্বপূর্ণ একটা অর্জন হতে পারে। তবে লা লিগার সঙ্গে এটা এলে ভালো লাগতো।”