রিয়াল ম্যাচের আগে গুয়ার্দিওলার সতর্কবার্তা

প্রিমিয়ার লিগের পর হাতছাড়া হয়েছে এফএ কাপও। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে প্রতিপক্ষ এরই মধ্য লা লিগার শিরোপা জিতে নেওয়া রিয়াল মাদ্রিদ। ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় নামার আগে দলকে খেলার মান বাড়ানোর তাগিদ দিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 12:29 PM
Updated : 19 July 2020, 12:29 PM

সময়টা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে সিটির। প্রিমিয়ার লিগে লিভারপুল ও সাউথ্যাম্পটনের বিপক্ষে টানা হারের পর টানা দুই ম্যাচ জেতে ১০ গোল করে। এরপর বোর্নমাউথের বিপক্ষে জিতলেও (২-১) ভুগতে হয়েছিল বেশ। এবার হেরে বিদায় নিতে হলো এফএ কাপের সেমি-ফাইনাল থেকে। ওয়েম্বলিতে শনিবার আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে হারে গুয়ার্দিওলার দল।

ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হতাশা লুকোননি সিটি কোচ।

“আমরা ভালো করতে পারিনি, আমরা যথেষ্ট প্রস্তুত ছিলাম না। সেমি-ফাইনালে ৯০ মিনিট ভালো না খেললে এমন হতে পারে। আমরা ভালো খেলিনি… প্রতিপক্ষ ভালো খেলেছে, মাঝে মধ্যে এমন হয়।”

“বোর্নমাউথের বিপক্ষে সবশেষ ম্যাচে ভালো করিনি আর আজকের (শনিবার) প্রথমার্ধ ভালো ছিল না।”

আগামী ৭ অগাস্ট চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে নিজেদের মাঠে রিয়ালের মুখোমুখি হবে সিটি। সান্তিয়াগো বের্নাবেউ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরায় দল সুবিধাজনক অবস্থায় আছে বটে, তবে গুয়ার্দিওলা জানেন এই প্রতিযোগিতায় টিকে থাকতে কেমন মানের খেলা প্রয়োজন।

“আমরা নিজেদের পর্যায়ের ফুটবল খেলতে সংগ্রাম করছি এবং আমরা এটা জানি। যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে মাদ্রিদের বিপক্ষে যে আমাদের মান বাড়াতে হবে, এটা বুঝতে জিনিয়াস হওয়ার দরকার নেই।”

রিয়াল ম্যাচের আগে নিজেদের মানের খেলায় ফিরতে দুটি লিগ ম্যাচ পাচ্ছে সিটি। আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ওয়াটফোর্ড। পরে ২৬ জুলাই নরিচ সিটির বিপক্ষে খেলবে গুয়ার্দিওলার দল।