অসহায় ফুটবলার রিপনের পাশে ফর্টিজ গ্রুপ

দারুণ সম্ভাবনা জাগিয়ে পথ হারানো ফুটবলার রিপন কুমার দাসের পাশে দাঁড়িয়েছে ফর্টিজ গ্রুপ। জীবিকার প্রয়োজনে ঝাড়ুদার হয়ে যাওয়া ফরিদপুরের এই খেলোয়াড়কে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি ফের ফুটবলের আঙিনায় ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 11:15 AM
Updated : 19 July 2020, 11:15 AM

রোববার ফর্টিজ গ্রুপের পক্ষ থেকে রিপনকে আর্থিক সাহায্য দেওয়া হয়। যদিও অর্থের অঙ্ক প্রকাশ করেনি কোনো পক্ষই।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিজ্ঞপ্তি দিয়ে আরও জানিয়েছে, ফর্টিজ ফুটবল একাডেমিতে রিপনকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।

আগামী অগাস্টে গাজীপুরে শুরু হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। সেখানে যে কোনো ভূমিকায় রিপনকে সংযুক্ত করার উদ্যোগ নিবে ফর্টিজ।

২০১৯ সালে বাড্ডায় ফর্টিজ গ্রুপের স্থাপনায় ১৬-১৭ বছরের কিশোর ফুটবলারদের নিয়ে অস্থায়ী একাডেমি চালু করেছিল বাফুফে।

বাফুফে-ফর্টিজ একাডেমির অনূর্ধ্ব-১৮ দলের ঘরোয়া ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় খেলার কথা ছিল। কিন্তু পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছিল বাফুফে।

২০১২ সালে মুঠোফোন কোম্পানি এয়ারটেলের (বর্তমানে রবি আজিয়াটা লিমিটেড) প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে নির্বাচিত হয়ে ১২ জন ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন রিপন।

২০১৯ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে টি অ্যান্ড টি ক্লাবের হয়ে খেলা এই মিডফিল্ডার আবাহনী লিমিটেডের অনূর্ধ্ব-১৬ দলেও খেলেছিলেন। কিন্তু নানা প্রতিবন্ধকতায় পথ হারিয়ে ২৩ বছর বয়সী রিপন ফরিদপুরে ফিরে যান। সেখানে পরিচ্ছন্নাকর্মীর কাজ নেন।