সাইফের ওপর থেকে উঠল ফিফার নিষেধাজ্ঞা

তিন বিদেশি খেলোয়াড়ের বকেয়া পাওনা পরিশোধ করায় দলবদলের ব্যাপারে সাইফ স্পোর্টিংয়ের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 09:24 AM
Updated : 18 July 2020, 09:24 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার এক বিজ্ঞপ্তিতে সাইফের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি জানায়।

স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গারদাসেভিচ ও সার্বিয়ার গোরান ওবরাদভিচ-এই তিন বিদেশি খেলোয়াড় দুই মৌসুম আগে যোগ দিয়েছিলেন সাইফ স্পোর্টিংয়ে। মান ‘ভালো না হওয়ায়’ তিন খেলোয়াড়কে পরে ছেড়ে দেয় সাইফ।

ওই সময় বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার কাছে নিজেদের পাওনা নিয়ে অভিযোগ জানান ভিলিয়াম, গারদাসেভিচ ও ওবরাদভিচ। সেই পাওনা পরিশোধ না করায় গত মে মাসে সাইফের দেশি-বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।

সাইফ স্পোর্টিংও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিন বিদেশির সঙ্গে আর্থিক ঝামেলার বিষয়টি সমঝোতার মাধ্যমে পরিশোধ করেছে তারা।