কঠোর পরিশ্রমের ফল পাওয়ার তৃপ্তি রামোসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2020 04:07 AM BdST Updated: 17 Jul 2020 04:35 AM BdST
এক রাউন্ড বাকি থাকতেই সব হিসেব চুকে গেল। লা লিগার শিরোপা উঠল রিয়াল মাদ্রিদের হাতে। দলটির অধিনায়ক সের্হিও রামোসের চোখে-মুখে সাফল্যের উচ্ছ্বাস। আর তার কণ্ঠে কঠোর পরিশ্রমের ফল পাওয়ার তৃপ্তি।
আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে বৃহস্পতিবার করিম বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল। প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়ালের এটি ৩৪তম শিরোপা। এর আগে ২০১৬-১৭ মৌসুমে শেষবার লিগের মুকুট পরেছিল তারা।
শীর্ষস্থান খোয়ানো বার্সেলোনা পিছু ছাড়ছিল না কোনোভাবেই। তবে শীর্ষে ফেরার পর রিয়াল ছিল লক্ষ্যে অবিচল। জয়ের ধারাবাহিকতায় থেকে কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পেরে তাই উচ্ছ্বসিত রামোস।
“এটা আমাদের কঠোর পরিশ্রমের পুরস্কার। এটাই (লিগ শিরোপা) সেই পুরস্কার। টানা ১০ ম্যাচ জয় পাওয়াটা প্রশংসার দাবি রাখে।”

কোচ জিনেদিন জিদানকেও প্রশংসায় ভাসিয়েছেন রামোস। স্প্যানিশ এই ডিফেন্ডারের দৃষ্টিতে ফরাসি কিংবদন্তিই সাফল্যের চাবিকাঠি।
“জিদানই সাফল্যের কারিগর। তিনি এই জাহাজের ক্যাপ্টেন। সব খেলোয়াড়ের প্রতি তিনি বিশ্বাস রেখেছিলেন, তাকে পাশে পেয়ে আমরা নিরাপদ বোধ করেছি। তিনি অনন্য একজন কোচ।”
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দেওয়া রামোস ক্লাব ক্যারিয়ার নিয়ে আগামী দিনের ভাবনাও জানিয়েছেন। সান্তিয়াগো বের্নাবেউয়ের আঙিনাতেই ইতি টানতে চান ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার।
“এখানে ক্যারিয়ার শেষ করতে ভালো লাগবে আমার। আমি নিশ্চিত এতে কোনো সমস্যা হবে না।”
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
টিভিতে আজ
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল