জয়ে ফিরল ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2020 03:23 AM BdST Updated: 17 Jul 2020 03:36 AM BdST
বল দখলে এগিয়ে থাকলেও মিলছিল না গোলের দেখা। বিরতির আগে দলকে এগিয়ে নিলেন মার্কাস র্যাশফোর্ড। শেষ দিকে ব্যবধান বাড়ালেন অঁতনি মার্সিয়াল। ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল।
গত বছরের অগাস্টে লিগে প্রথম দেখায় ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড।
সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা ১৯ ম্যাচে অপরাজিত রইল তারা। লিগে টানা চার জয়ের পর আগের ম্যাচে সাউথ্যাম্পটনের সঙ্গে ২-২ ড্র করেছিল প্রতিযোগিতার সফলতম দলটি।
ম্যাচের প্রথমার্ধে ক্রিস্টালের ডি-বক্সের সামনে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিল ইউনাইটেড।
অবশেষে এই অর্ধের যোগ করা সময়ে দারুণ এক গোলে সফরকারীদের এগিয়ে নেন র্যাশফোর্ড। ব্রুনো ফের্নান্দেসের পাস ডি-বক্সের ভেতর পেয়ে দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড।
একটু পরই দারুণ এক সেভে ইউনাইটেডের ত্রাতা দাভিদ দে হেয়া। ম্যাচের শুরুতেও স্বাগতিকদের ভালো একটি প্রচেষ্টা রুখে দেন এই স্প্যানিশ গোলরক্ষক।
বিরতির পর ইউনাইটেডের জালে ক্রিস্টাল বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফ সাইডের কারণে গোল বাতিল করেন রেফারি।
৭৮তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন মার্সিয়াল। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে সুলশারের দল।
৩৬ ম্যাচে ১৭ জয় ও ১১ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। দিনের আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারানো লেস্টার সিটি সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চার নম্বরে আছে।
৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আগেই শিরোপা জেতা লিভারপুলের পয়েন্ট ৯৩।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২)
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের