দলের পারফরম্যান্সের ওঠানামা সাররির চোখে অদ্ভুত

দারুণ শুরুর পর ছন্দপতন, ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে খেই হারিয়ে ফেলা, গত কয়েক ম্যাচে ইউভেন্তুসের পারফরম্যান্সে এমনই ওঠানামা। শক্তিশালী দল নিয়েও তাই বারবার হোঁচট খাচ্ছে লিগের শিরোপাধারীরা। দলের এমন অধারাবাহিক পারফরম্যান্স অদ্ভুত ঠেকছে ইউভেন্তুস কোচ মাওরিসিও সাররির চোখে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 10:57 AM
Updated : 16 July 2020, 10:57 AM

ইতালির সেরি আয় বুধবার সাস্সুয়োলোর মাঠে প্রথম ১২ মিনিটে দানিলো ও গনসালো হিগুয়াইনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয় নিয়ে ফিরতে পারেনি ইউভেন্তুস। একসময় তো ৩-২ গোলে পিছিয়ে পড়েছিল তারা। শেষ পর্যন্ত হার এড়ায় আলেক্স সান্দ্রোর গোলে। ম্যাচটি ৩-৩ ড্র হয়।

শারীরিক ও মানসিক, দুই জায়গাতেই ঘাটতি দেখছেন সাররি। ম্যাচ শেষে স্কাই স্পোর্ত ইতালিয়াকে সমস্যাগুলো তুলে ধরেন তিনি।

“একজন কোচ তার দলের কাছ থেকে ধারাবাহিকতা আশা করে। আমাদের শারীরিক ও মানসিক, উভয় দিকেই ঘাটতি আছে। ম্যাচে কিছু সময় আমরা দুর্দান্ত খেলছি, আবার কিছু সময়ে আমরা ছন্দ হারিয়ে ফেলছি, যা বুঝে ওঠা মুশকিল।”

ইউভেন্তুসের আগের দুই ম্যাচের চিত্রও অনেকটা একই রকম। এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন গত আটবারের লিগ চ্যাম্পিয়নরা। এসি মিলানের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়ে ৪-২ ব্যবধানে হেরেছিল দল। এরপর ঘরের মাঠে আতালান্তার সঙ্গে দুই পেনাল্টি গোলে করে ২-২ ড্র। আত্মসমালোচনার পাশাপাশি প্রতিপক্ষের প্রশংসা করতেও ভোলেননি ইতালিয়ান এই কোচ।

“গত কয়েক রাউন্ডে আমরা দারুণ ফর্মে থাকা দলগুলোর বিপক্ষে খেলছি। সাস্সুয়োলোও এর ব্যতিক্রম নয়, আগের চার ম্যাচ জিতেছিল তারা। সাফল্য ধরে রাখতে পারলে তারা ভবিষ্যতের আতালান্তা হয়ে উঠবে।”

“আমার বিশ্বাস, যদি আমরা ম্যাচ জুড়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারি, তাহলেই আমরা সঠিক পথে ফিরব। যে কোনো প্রতিপক্ষই বিপজ্জনক হয়ে ওঠে, যদি নিজেদের ডি-বক্সে বা এর আশে পাশে তাদেরকে পাস দেওয়ার সুযোগ দেওয়া হয়।”

টানা তিন ম্যাচে পয়েন্ট হারালেও শিরোপার পথে অনেকটাই এগিয়ে রয়েছে সাররির দল। ৩৩ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ইউভেন্তুস। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আতালান্তা।