আলিসন-ফন ডাইকের ভুলে আর্সেনালের জয়

গোলরক্ষক আলিসন ও ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক করে বসলেন অমার্জনীয় ভুল। সুযোগ দুটি দারুণভাবে কাজে লাগাল আর্সেনাল। শুরুতে পিছিয়ে পড়েও দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ল মিকেল আর্তেতার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 09:10 PM
Updated : 15 July 2020, 10:22 PM

এমিরেটস স্টেডিয়ামে বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে আর্সেনাল। সাদিও মানের গোলে পিছিয়ে পড়া স্বাগতিকরা আলেকসঁদ লাকাজেত ও নেলসনের গোলে জয় পায়।

গত বছর অগাস্টে লিগে প্রথম দেখায় অ্যানফিল্ডে ৩-১ গোলে হেরেছিল আর্সেনাল। ফিরতি পর্বের এই পরাজয়ে লিভারপুলের পয়েন্টের রেকর্ড গড়ার সম্ভাবনাও শেষ হয়ে গেল। ২০১৭-১৮ মৌসুমে লিগে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি।

তিন দশক পর লিগ শিরোপা জেতা লিভারপুলের আসরে এটি তৃতীয় হার। ৩৬ ম্যাচে ৩০ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৯৩।

৩৬ ম্যাচে ১৩ জয় ও ১৪ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে আর্সেনাল।

দুই ম্যাচ পর জয়ে ফিরল আর্তেতার দল। লেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে ড্র করার পর গত রাউন্ডে টটেনহ্যাম হটস্পারের মাঠে হেরেছিল তারা।

আর রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে শিরোপা জেতার পর ছন্দ হারানো  লিভারপুল টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। শিরোপা নিশ্চিত হওয়ার পর পাঁচ ম্যাচে এটা তাদের দ্বিতীয় হার, একটি ড্র।

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ভুলে শুরুতেই গোল খেতে বসেছিল আর্সেনাল। তার শট নিতে দেরি করায় সুযোগ পেয়ে যান রবের্তো ফিরমিনো। বল ধরে পাল্টা শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড; তবে বল পোস্টের বাইরের দিকে লাগলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।

এর আট মিনিট পর গোল পেয়ে যায় লিভারপুল। বাঁ দিক দিয়ে অ্যান্ড্রু রবার্টসনের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে প্লেসিং শটে বল জালে পাঠান মানে।

লিভারপুলের রক্ষণের মূল সেনা ফন ডাইকের অবিশ্বাস্য ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতা টানেন লাকাজেত। ডি-বক্সের ঠিক বাইরে চাপের মুখে দুর্বল ব্যাকপাস করে বসেন ডাচ ডিফেন্ডার। উপহারস্বরূপ পাওয়া বল ধরে গোলরক্ষক আলিসনকে কাটিয়ে জালে জড়াতে কোনো ভুল হয়নি ফরাসি ফরোয়ার্ড লাকাজেতের।

৪৪তম মিনিটে আর্সেনালের দ্বিতীয় গোলও আসে প্রতিপক্ষের ভুলে; এবারের দায় আলিসনের। তার ভুল পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে বাড়ান লাকাজেত। আর ঠাণ্ডা মাথায় বল ধরে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড নেলসন।

নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে দুই দলই ভালো দুটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি কেউই।

বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জেতা ম্যানচেস্টার সিটি ৭৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি।

এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। গোল পার্থক্যে পিছিয়ে পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।