জিদানের ভাবনায় কেবল ভিয়ারিয়াল

লা লিগা শিরোপা পুনরুদ্ধারের একেবারে দুয়ারে রিয়াল মাদ্রিদ। বাকি দুই ম্যাচ থেকে দরকার মাত্র ২ পয়েন্ট। তবে দলটির কোচ জিনেদিন জিদানের ভাবনায় কেবল পরের ম্যাচ। নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে হারিয়ে করতে চান শিরোপা উৎসব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 01:59 PM
Updated : 15 July 2020, 01:59 PM

আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ জেতা রিয়াল। এর আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জিদানের কাছে প্রশ্ন ছিল, পরের দুই ম্যাচে রিয়াল ড্রয়ের জন্য খেলবে কি-না। ফরাসি কিংবদন্তি জানান তার ভাবনা।

“বিষয়টি আমার পছন্দ কিংবা অপছন্দের ব্যাপার নয়। আমরা বৃহস্পতিবারের ম্যাচটি জিততে চাই, এটিই মূল বিষয়। আমরা জয়ের জন্য মাঠে নামব, যা আমরা সবসময় করি এবং ভিয়ারিয়ালও তাই করবে।”

বাকি দুই রাউন্ডে যেকোনো কিছুই হতে পারে বলে মনে করেন জিদান। তাই নির্ভার থাকার সুযোগ দেখছেন না তিনি।

“আমি এখনও নিজেদের চ্যাম্পিয়ন মনে করি না। কী ঘটতে যাচ্ছে, তা কেউ জানে না।”

৩৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৩। দুইয়ে থাকা গত দুবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট ৭৯। বৃহস্পতিবার একই সময়ে নিজেদের মাঠে ওসাসুনার মুখোমুখি হবে কিকে সেতিয়েনের দল।