১০০ বাস্কেটবল খেলোয়াড়ের পাশে ফেডারেশন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দুঃসময়ের মধ্যে থাকা বাস্কেটবল খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। অপেক্ষাকৃত কম আয়ের খেলোয়াড়দের মধ্যে ১০০ জনের প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস্কেটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 01:01 PM
Updated : 13 July 2020, 01:01 PM

সোমবার এক বিজ্ঞপ্তিতে এই উদ্যোগ নেওয়ার কথা জানায় ফেডারেশন। সেখানে বলা হয়েছে, বিশেষ করে জেলা পর্যায়ের উদীয়মান খেলোয়াড়দেরকে এই আর্থিক সুবিধা দেওয়া হবে।

“বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন এর নিজস্ব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, বাস্কেটবল খেলোয়াড়দের আর্থিক সংকটের কথা বিবেচনা করে,  অপেক্ষাকৃত কম উপার্জনকারী ১০০ খেলোয়াড়কে বাস্কেটবল ফেডারেশন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত  নিয়েছে।”

“খেলোয়াড়দের মধ্যে বেশিরভাগই জেলা পর্যায়ের উদীয়মান খেলোয়াড়। যাদের  প্রত্যেককে তিন হাজার টাকা করে প্রদান করা হবে। খেলোয়াড়দের নিজস্ব বিকাশ একাউন্টের মাধ্যমে উক্ত অর্থ প্রদান করা হবে।”