চাভির রেকর্ড ছুঁলেন মেসি

বার্সেলোনার ইতিহাসে এক মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা ভাগ বসিয়েছেন ক্লাবের সাবেক তারকা চাভি এরনান্দেসের রেকর্ডে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 08:51 AM
Updated : 12 July 2020, 09:08 AM

লিগে শনিবার রিয়াল ভাইয়াদলিদের মাঠে বার্সেলোনার ১-০ গোলে জেতা ম্যাচের ১৫তম মিনিটে মেসির বাড়ানো বল ধরেই একমাত্র গোলটি করেন আর্তুরো ভিদাল। এবারের লিগে বার্সেলোনা অধিনায়কের এটি ২০তম অ্যাসিস্ট।

২০০৮-০৯ আসরে সতীর্থদের দিয়ে সমান সংখ্যক গোল করিয়ে রেকর্ডটি গড়েছিলেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার চাভি। সেবার ছয়টি গোলও করেছিলেন তিনি।

এবারের লিগে এ পর্যন্ত ৩১ ম্যাচ খেলে সর্বোচ্চ ২২ গোল করেছেন মেসি। পিচিচি ট্রফির দৌড়ে তার চেয়ে ৪ গোল কম করে দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা।