স্টার্লিংয়ের হ্যাটট্রিকে সিটির আরেকটি বড় জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2020 02:57 AM BdST Updated: 12 Jul 2020 03:37 AM BdST
শুরুর একাদশে ফিরে হ্যাটট্রিক করলেন রাহিম স্টার্লিং। জালের দেখা পেলেন গাব্রিয়েল জেসুস ও বের্নার্দো সিলভাও। দাপুটে ফুটবলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে গোলবন্যায় ভাসাল পেপ গুয়ার্দিওলার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের মাঠে শনিবার ৫-০ গোলে জিতেছে সিটি। লিগে টানা দুই ম্যাচে পাঁচ গোলের ব্যবধানে জিতল গত দুই আসরের চ্যাম্পিয়নরা। পাশাপাশি প্রতিপক্ষের মাঠে টানা তিন হারের পর জয়ের দেখা পেল।
প্রথম পর্বে নিজেদের মাঠে ব্রাইটনকে ৪-০ গোলে হারিয়েছিল সিটি। সব মিলে দলটির বিপক্ষে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচের সবগুলিই জিতল তারা। এই ছয় ম্যাচে তাদের গোল ২০টি।
নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচ থেকে ব্রাইটনের বিপক্ষে ছয়টি পরিবর্তন আনে সিটি।
২১তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন আগের ম্যাচে বদলি নেমে গোল করা স্টার্লিং। জেসুসের হেড থেকে পাওয়া বল ডি-বক্সের সামনে জায়গা বানিয়ে নিচু শটে জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার।

৪৪তম মিনিটে জালের দেখা পান জেসুস। কর্নার থেকে আসা বলে রদ্রির হেড পোস্টের খুব কাছে পেয়ে সহজেই জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৫৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন স্টার্লিং। ডান দিক থেকে মাহরেজের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন তিনি। দুই মিনিট পরই ব্যবধান বাড়ান সিলভা।
৮১তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন স্টার্লিং। গোলটি ছিল অনেকটা ভাগ্যপ্রসূত। ডি-বক্সের ভেতর হেড নিতে গিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাওয়া স্টার্লিংয়ের মাথায় লেগে বল জালে জড়ায়।
৩৫ ম্যাচে ২৩ জয় ও তিন ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। দিনের আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে হারা চেলসি ৬০ পয়েন্ট নিয়ে তিনে আছে।
আগেই শিরোপা জেতা লিভারপুল ঘরের মাঠে বার্নলির সঙ্গে ১-১ ড্র করে, তাদের পয়েন্ট ৯৩।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের