‘বার্সাকে বিদায় করা সম্ভব’

সেরি আয় শিরোপা জয়ের আশা শেষ অনেক আগেই। শেষ চারে থাকার সম্ভাবনাও খুব কম। নাপোলির কাছে তাই চ্যাম্পিয়ন্স লিগ পাচ্ছে বাড়তি গুরুত্ব। ইউরোপ সেরার প্রতিযোগিতায় টিকে থাকতে বার্সেলোনাকে হারানোর ব্যাপারে প্রত্যয়ী ইতালির দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2020, 03:14 PM
Updated : 11 July 2020, 03:15 PM

আগামী ৮ অগাস্ট শেষ ষোলোর ফিরতি পর্বে কাম্প নউয়ে বার্সেলোনার মুখোমুখি হবে নাপোলি। গত ফেব্রুয়ারিতে সান সিরোয় প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

প্রতিপক্ষের মাঠে গোল করায় একটু এগিয়ে আছে বার্সেলোনা। তবে স্প্যানিশ দলটির মাঠে সমীকরণ মেলাতে আত্মবিশ্বাসী দিয়েগো দেম্মে। ইতালির একটি রেডিওকে শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে নিজের ভাবনা জানান নাপোলির এই মিডফিল্ডার।

“প্রথম লেগে আমরা দেখিয়েছিলাম আমরাও বার্সেলোনার পর্যায়ের হতে পারি, ফুটবলে সবকিছুই সম্ভব। আমরা জানি, বার্সেলোনার মতো শক্তিশালী একটি বড় ক্লাবকে আমরা চ্যালেঞ্জ জানাতে পারি।”

“বার্সেলোনাকে বিদায় করা সম্ভব কি-না? ফুটবলে সবই সম্ভব। আমরা ইতালিয়ান কাপ জিতেছি। সেরি আ ও চ্যাম্পিয়ন্স লিগে আমাদের অনেক কিছু পাওয়ার আছে।”

ইউরোপিয়ান প্রতিযোগিতাটির শেষ ষোলোর বাকি চার ম্যাচ হওয়ার পর শেষ আট দল নিয়ে ‘মিনি টুর্নামেন্ট’ বসবে পর্তুগালের লিসবনে।