বেনজেমার চোট শঙ্কা উড়িয়ে দিলেন জিদান

আলাভেসের বিপক্ষে ঘাড়ে চোট পাওয়া করিম বেনজেমাকে নিয়ে চিন্তিত নন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচ জানিয়েছেন, ঠিক আছেন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2020, 02:02 PM
Updated : 11 July 2020, 02:02 PM

আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে শুক্রবার রাতে আলাভেসের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে একাদশ মিনিটে স্পট কিকে দলের প্রথম গোলটি করেন বেনজেমা।

ম্যাচের প্রথমার্ধে ঘাড়ে হালকা আঘাত পেয়েছিলেন ফরাসি এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে পুরোপুরি ফিট ছিলেন তিনি। ৮২তম মিনিটে তাকে তুলে এদেন আজারকে নামান কোচ। ম্যাচ শেষে চোট নিয়ে কিছু বলেননি এই ফরোয়ার্ড, সংবাদ সম্মেলনে জানান জিদান।

“সামান্য আঘাত পেয়েছিল বেনজেমা। প্রথমার্ধে সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। তবে দ্বিতীয়ার্ধে ঠিক ছিল। আমার মনে হয়, সে ভালোই আছে...এখন আমাদের বিশ্রাম নিতে হবে। আমার মনে হয় না, এটা ক্লান্তি ছাড়া দুশ্চিন্তার কিছু। ম্যাচ শেষে করিম নিজেও তেমন কিছু বলেনি।”

লা লিগার চলতি মৌসুমে রিয়ালের হয়ে ১৮ গোল করেছেন বেনজেমা। ৩৫ ম্যাচে ২৪ জয় ও আট ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে শিরোপার খুব কাছে আছে দলটি।