গুরুত্বপূর্ণ সময়ে ছিটকে গেলেন মার্সেলো

লা লিগায় বাকি ম্যাচগুলোতে মার্সেলোকে হয়তো পাবে না রিয়াল মাদ্রিদ। চোট পেয়ে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান লেফট-ব্যাক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 07:10 PM
Updated : 10 July 2020, 07:10 PM

ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার এক বিবৃতিতে ৩২ বছর বয়সী এই ডিফেন্ডারের বাম ঊরুর চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। তার সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগতে পারে, তা জানানো হয়নি।

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার প্রতিবেদন অনুযায়ী, তিন সপ্তাহ দলের বাইরে থাকতে হতে পারে মার্সেলোকে। সেক্ষেত্রে চলতি লিগের বাকি ম্যাচগুলোয় শুরুর একাদশে নিয়মিত দেখা যেতে পারে ফরাসি লেফট-ব্যাক ফেরলঁদ মঁদিকে।

লিগে শুক্রবার রিয়াল খেলবে আলাভেসের বিপক্ষে। বাকি তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ গ্রানাদা, ভিয়ারিয়াল ও লেগানেস।

আগামী ৭ অগাস্ট চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে জিনেদিন জিদানের দল। এর আগে দলে ফেরার সম্ভাবনা আছে চলতি লিগে ১৫ ম্যাচে শুরুর একাদশে থাকা মার্সেলোর।

সবশেষ ২০১৭ সালে লিগ শিরোপা জেতা রিয়াল দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্টে এগিয়ে রয়েছে।