ভুল পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ ভিনিসিউস

ত্রুটিপূর্ণ পরীক্ষার কারণে ভিনিসিউস জুনিয়রের করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছিল বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। পরে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে আলাভেসের বিপক্ষে শুক্রবারের ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 01:39 PM
Updated : 10 July 2020, 01:39 PM

ম্যাচের আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরীক্ষার এই ত্রুটির কথা জানান জিদান।

“চিকিৎসকরা আমাকে জানিয়েছে, তার পরীক্ষাটা ঠিকমতো হয়নি এবং আবার পরীক্ষা করাতে হবে। সে পরীক্ষায় পজিটিভ হয়নি। কখনও কখনও ভুল হতে পারে, নেগেটিভ অথবা পজিটিভ ফল পাওয়া যায় না। এমনটা হতেই পারে।”

সতর্কতার অংশ হিসেবে বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করতে দেওয়া হয়নি ভিনিসিউসকে। এদিন বিকেলে তার আরেক দফা কোভিড-১৯ পরীক্ষা হওয়ার কথা। সে পরীক্ষার ফল নেগেটিভ এলে তিনি শুক্রবারের ম্যাচে খেলবেন বলে জানান জিদান।

আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায় আলাভেসের মুখোমুখি হবে রিয়াল।

৩৪ ম্যাচে ২৩ জয় ও ৮ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে জিদানের দল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা ২৩ জয় ও ৭ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।