প্রিমিয়ার লিগে দিনের তিন ম্যাচেই ভিএআরের ‘ভুল’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2020 07:34 PM BdST Updated: 10 Jul 2020 07:34 PM BdST
প্রিমিয়ার লিগে একই দিনে তিনটি ভিন্ন ম্যাচে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) ভুল সিদ্ধান্ত দিয়েছে বলে মন্তব্য করেছেন ডারমট গ্যালাহার। সাবেক এই রেফারির মতে, তিনটি পেনাল্টির ব্যাপারে ভুল করেছে ভিএআর।
অ্যাস্টন ভিলার মাঠে বৃহস্পতিবার প্রথমার্ধে পেনাল্টি পেয়ে সফল স্পট-কিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। ম্যাচটি তারা জেতে ৩-০ গোলে।
একই রাতে এভারটনের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে পেনাল্টি পেয়ে পোস্টে মেরে সুযোগ নষ্ট করেন সাউথ্যাম্পটনের ইংলিশ মিডফিল্ডার জেমস ওয়ার্ড-প্রাউস।
ওই দিনই বোর্নমাউথের মাঠে গোলশূন্য ড্র ম্যাচে ডি বক্সে জোশুয়া কিং ও হ্যারি কেইনের সংঘর্ষের ঘটনায় পেনাল্টি পেতে পারত টটেনহ্যাম হটস্পার।
প্রিমিয়ার লিগের সাবেক রেফারি গ্যালাহার ‘বিবিসি ম্যাচ অব দা ডে’তে মন্তব্য করেন ইউনাইটেড ও সাউথ্যাম্পটন নয়, পেনাল্টি পাওয়ার কথা ছিল টটেনহ্যামের।
এভারটনের সাবেক ফুটবলার ও ফুটবল বিশ্লেষক টিম কাহিলের মতে, ভিএআর অফিসিয়ালদের সাথে একজন সাবেক ফুটবলারের যুক্ত করা উচিত।
“আমি মনে করি, বিষয়টা আরও ভালোভাবে বুঝতে এটা তাদের জন্য খুব সহায়ক হবে। তারা সেখানে থাকেন বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য; কিন্তু তারা তা ঠিকঠাক মতো পারছেন না। এটা খুবই হতাশাজনক।”
ভিএআর নিয়ে সমালোচনা নতুন নয়। এর আগেও অনেক ক্লাব জানিয়েছে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে অসন্তুষ্টির কথা।
লা লিগায়ও ভিএআরের ব্যবহার নিয়ে চলছে ‘বিতর্ক’। প্রতিযোগিতাটির সভাপতি হাভিয়ের তেবাস সম্প্রতি বলেছেন, ভিএআর প্রযুক্তির ব্যবহারে গলদ আছে।
-
ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
-
বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
-
ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
-
টিভিতে আজ
-
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
-
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!
-
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়
-
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি