ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ৩-১ গোলে জেতা লিভারপুলের ৩৪ ম্যাচের পয়েন্ট ৯২। গত নভেম্বরে লিগে প্রথম দেখায় দলটিকে ২-১ গোলে হারিয়েছিল ক্লপের শিষ্যরা।
দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে নাবি কেইটা বাড়ান রবের্ত ফিরমিনোকে। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাস পেয়ে মোহামেদ সালাহর নেওয়া শট জাল খুঁজে নেয়।
এই গোলেই সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ অ্যাওয়ে ম্যাচ গোলহীন থাকার বৃত্ত থেকে বেরিয়ে আসে লিভারপুল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে খেলাধুলা স্থগিত হয়ে যাওয়ার আগে ফেব্রুয়ারিতে লিগে নরিচ সিটির বিপক্ষে সবশেষ অ্যাওয়ে ম্যাচে গোল পেয়েছিল ‘অল রেড’ খ্যাত দলটি।
অষ্টম মিনিটে জর্ডান হেন্ডারসনের গোলে ব্যবধান দ্বিগুণ করে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা লিভারপুল। জর্জিনিয়ো ভেইনালডাম থেকে পাওয়া বল আলতো টোকায় বাড়িয়ে দেন সালাহ। দারুণ শটে লক্ষ্যভেদ করেন হেন্ডারসন।
চতুর্দশ মিনিটে কেইটার থ্রু বল ধরে সালাহর নেওয়া শট হয় লক্ষভ্রষ্ট এবং ২৭তম মিনিটে অ্যালেক্স-অক্সলেইড চেম্বারলেইনের প্রচেষ্টা ব্যর্থ হলে ব্যবধান বাড়েনি। বরং প্রথমার্ধের শেষ দিকে প্যাসকেল গ্রসের ক্রসে লেয়ান্দ্রোর ভলি জালে জড়ালে ম্যাচে ফেরে ব্রাইটন।
৬০তম মিনিটে বার্ন ঠিকঠাক শট নিতে ব্যর্থ হলে সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় ব্রাইটনের।
সাদিও মানের বাড়ানো বলে হেন্ডারসনের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৭৬তম মিনিটের সেই কর্নার থেকে হেডে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান সালাহ।
চলতি লিগে মিশরের এই ফরোয়ার্ডের গোল হলো ১৯টি। ২২ গোল নিয়ে লিগের গোলদাতার তালিকায় শীর্ষে আছে লেস্টার সিটির জেমি ভার্ডি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোল ২০টি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মানের শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।
বুধবার অন্য ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার সিটি। ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গুয়ার্দিওলার দল।