৭ দিনে বেলজিয়ামের ৩ ম্যাচ!

উয়েফা নেশন্স লিগের সূচি অনুযায়ী, আগামী অক্টোবর ও নভেম্বরে দুটি করে ম্যাচ খেলবে বেলজিয়াম। সেই সঙ্গে এই দুই মাসের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে একটি করে প্রীতি ম্যাচও খেলার ঘোষণা দিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 05:35 PM
Updated : 8 July 2020, 05:35 PM

ফলে, সাত দিনের মধ্যে তারা এখন তিনটি ম্যাচ খেলবে!

বেলজিয়ান ফুটবল ফেডারেশন বুধবার এক বিবৃতিতে জানায়, আগামী ১১ নভেম্বর ব্রাসেলসে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর নেশন্স লিগে ১৫ নভেম্বর ইংল্যান্ড ও ১৮ নভেম্বর ডেনমার্কের মুখোমুখি হবে রবের্তো মার্তিনেসের দল।

নেশন্স লিগে আগামী ১১ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ও ১৪ অক্টোবর আইসল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এই দুই ম্যাচের আগে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম, জানানো হয়েছে বিবৃতিতে। তবে সেই ম্যাচের প্রতিপক্ষের নাম জানানো হয়নি।

নেশন্স লিগের দ্বিতীয় আসর শুরু হবে সেপ্টেম্বরে। অভিষেক আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফুটবল। জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। দুটি টুর্নামেন্টই পিছিয়ে দেওয়া হয় এক বছর করে।

নেশন্স লিগের প্রথম আসরে ২০১৮ সালের শেষ দিকে সুইজারল্যান্ডের বিপক্ষে ৫-২ গোলে হারের পর টানা ১০ ম্যাচ জিতেছে বেলজিয়াম। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি গত দুই বছর ধরে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে।