বার্সেলোনাকে আরও চাপে রাখার তৃপ্তি রামোসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2020 04:55 PM BdST Updated: 06 Jul 2020 04:55 PM BdST
লা লিগায় শেষ দিকে পাওয়া সাফল্যগুলো রিয়াল মাদ্রিদের জন্য স্রেফ জয় নয়। আরও বেশি কিছু। দলটির অধিনায়ক সের্হিও রামোসের কথাতেও তা পরিষ্কার। আথলেতিক বিলবাওয়ের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফেরার পর যেমন এই ডিফেন্ডারের মনে খেলা করছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে আরও চাপে রাখার আনন্দ।
লা লিগায় গত রোববার রামোসের পেনাল্টি গোলে বিলবাওয়ের মাঠ থেকে ১-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে ফিরে রিয়াল। এই জয়ে লিগের শিরোপাধারী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানে ৭-এ তুলে নেয় জিনেদিন জিদানের দল।
দিনের শেষ ম্যাচে অবশ্য ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে ব্যবধান ফের ৪ পয়েন্টে নামিয়ে আনে বার্সেলোনা। লিগে দুই দলের হাতে আছে মাত্র ৪টি করে ম্যাচ। রিয়ালের চেয়ে তাই বার্সেলোনার ওপর চাপটা ঢের বেশি।
বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর তাই তৃপ্তি নিয়ে রামোস জানালেন বার্সেলোনাকে চাপে রাখার কথা।
“এটা অনেক বড় একটি জয়। আমরা জানতাম, আমাদের হাতে যে কয়টি ম্যাচ আছে, তার মধ্যে অন্যতম বড় একটি ম্যাচ আজ খেলতে হবে (বিলবাওয়ের বিপক্ষে)।”
“বিলবাওয়ের মাঠে জয় পাওয়া সবসময়ই কঠিন, তেমনটাই দেখলাম আমরা। আরও একটি ম্যাচে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়ে আমরা খুশি, যা বার্সেলোনাকে আরও চাপে ফেলেছে।
৩৩ ম্যাচে ২৩ জয় ও আট ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিগের মুকুট পুনরুদ্ধারের আশায় থাকা রিয়াল। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
টিভিতে আজ
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল