জয়ে ফিরল চ্যাম্পিয়ন লিভারপুল

শিরোপা নিশ্চিত হওয়ার পর প্রথম ঘরের মাঠে খেলতে নেমে কষ্টে হলেও কাঙ্ক্ষিত জয় পেয়েছে লিভারপুল। দ্বিতীয়ার্ধের দুই গোলে অবনমন অঞ্চলের দল অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2020, 05:34 PM
Updated : 5 July 2020, 06:03 PM

অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ‘অল রেড’ নামে পরিচিত দলটি। গোল দুটি করেন সাদিও মানে ও তরুণ ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স।

আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে হারা লিভারপুলের ৩৩ ম্যাচে জয় ২৯টি, সঙ্গে ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৯।

সিটি ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামা লিভারপুল শুরু থেকে এদিনও ছিল ছন্দহীন। দুই দলের কেউই প্রধমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে চাপ বাড়ায় অ্যাস্টন ভিলা। আনোয়ার এল গাজির নিচু শট ঝাঁপিয়ে প্রতিহত করেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।

৬১তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ক্লপ। দিভোক ওরিগি, ফাবিনিয়ো ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের পরিবর্তে মাঠে নামান রবের্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন ও জর্জিনিয়ো ভেইনালডামকে।

কোচের পরিকল্পনা দারুণভাবে কাজে লাগে। ৩০ বছর পর লিগ শিরোপা জেতা দলটি চাপ বাড়াতে থাকে প্রতিপক্ষের রক্ষণে।

অবশেষে ৭১তম মিনিটে পেয়ে যায় জালের দেখা। বাম প্রান্ত থেকে ছোট ডি-বক্সের ঠিক সামনে মানেকে বল বাড়ান নাবি কেইতা। বাম পায়ের উঁচু শটে লক্ষ্যভেদ করেন মানে। সেনেগালের এই ফরোয়ার্ডের চলতি লিগে গোল হলো ১৬টি।

ব্যবধান দ্বিগুণ হয় ৮৯তম মিনিটে। দারুণ ভলিতে লিগে নিজের প্রথম গোলটি করেন ১৯ বছর বয়সী জোন্স।

চলতি মৌসুমে এ নিয়ে ঘরের মাঠে ১৭ ম্যাচই জিতল লিভারপুল। আগের মৌসুম মিলে লিগে অ্যানফিল্ডে এটি তাদের টানা ২৪তম জয়।