সেই একই প্রশ্নে বিরক্ত জিদান

আরও একবার পেনাল্টি গোলে জিতল রিয়াল মাদ্রিদ। আবারও জিনেদিন জিদানকে শুনতে হলো সেই প্রশ্ন; রেফারির সহায়তায় কি পার পেল তার দল? বারবার একই প্রশ্নে বেশ বিরক্ত এই ফরাসি কিংবদন্তি। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর ক্ষোভ ঝাড়লেন তিনি। বললেন, তার খেলোয়াড়দের একটু শ্রদ্ধাও প্রাপ্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2020, 05:29 PM
Updated : 6 July 2020, 10:07 AM

সান মামেসে রোববার বিলবাওকে ১-০ গোলে হারায় মাদ্রিদের দলটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৭৩তম মিনিটে স্পট কিকে জয়সূচক গোলটি করেন অধিনায়ক সের্হিও রামোস।

ডি-বক্সে মার্সেলো ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদানকে মুখোমুখি হতে হয় পুরনো কথার। জবাবে জিদান বলেন, “আমরা রেফারির কারণে জিতি, এমন কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। এটা আর বদলাবে না, তবে খেলোয়াড়দেরও সম্মান প্রাপ্য। কেউ আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না।”

গুরুত্বপূর্ণ এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৭ পয়েন্ট পেছনে ফেলেছে স্পেনের সফলতম দলটি।

৩৪ ম্যাচে ২৩ জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭০। অবশ্য রোববার রাতেই ভিয়ারিয়ালের মাঠে জিতে ব্যবধান কমানোর সুযোগ আছে গত দুইবারের চ্যাম্পিয়নদের।