আল-সাদে আরও এক বছর চাভি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2020 08:10 PM BdST Updated: 05 Jul 2020 08:10 PM BdST
-
ছবি: আল-সাদ
আল-সাদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন চাভি এরনান্দেস। কোচ হয়ে বার্সেলোনায় ফেরার জোরালো গুঞ্জনের মধ্যেই কাতার ক্লাবে মেয়াদ বাড়ালেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার।
আগামী ২০২০-২১ মৌসুমেও কোচ হিসেবে চাভির থেকে যাওয়ার বিষয়টি রোববার এক বিবৃতিতে জানায় আল-সাদ।
২০১৫ সালে বার্সেলোনা থেকে বিদায় নিয়ে খেলোয়াড় হিসেবে আল-সাদে যোগ দেন চাভি। গত বছরের জুলাইয়ে পান দলটির কোচের দায়িত্ব।
বিভিন্ন সময়ে কোচ হিসেবে বার্সেলোনায় ফেরার কথা জানিয়েছেন ৪০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। কিকে সেতিয়েনের অধীনে দলটির সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় চাভির ‘বার্সেলোনায় ফেরার ইচ্ছা’ নানা গুঞ্জনের জন্ম দেয়।
গত জানুয়ারিতে সেতিয়েনকে নিয়োগ দেওয়ার আগে চাভিকে প্রস্তাব দেওয়া হয়েছিল কাতালান দলটির কোচ হওয়ার। কিন্তু প্রস্তাবটি তার জন্য ‘একটু তাড়াতাড়ি হয়ে গেছে’ বলে মন্তব্য করেছিলেন চাভি। তবে কোচ হিসেবে দল নিয়ে নিজের ভাবনার কথা সেসময় বার্সেলোনাকে জানিয়ে দিয়েছিলেন ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (৮৫৫) খেলা সাবেক এই তারকা।
বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ ২৫টি ট্রফি জেতা এই মিডফিল্ডার স্পেনের হয়ে জেতেন ২০১০ বিশ্বকাপ।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের