‘নতুন চ্যালেঞ্জের আশায়’ বায়ার্নের থিয়াগো

ইউরোপের বড় দুটি ক্লাবে নিজেকে প্রমাণ করেছেন। জিতেছেন অনেক শিরোপা। থিয়াগো আলকান্তারার এবার চাই নতুন চ্যালেঞ্জ। সে লক্ষ্যে স্প্যানিশ এই মিডফিল্ডার বায়ার্ন মিউনিখ ছাড়তে চান বলে জানিয়েছেন ক্লাবটির প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2020, 10:08 AM
Updated : 4 July 2020, 10:08 AM

২০১৩ সালে বার্সেলোনা থেকে আড়াই কোটি ইউরো ট্রান্সফার ফিতে বায়ার্নে যোগ দেন থিয়াগো। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার এখন পর্যন্ত জার্মান দলটির হয়ে খেলেছেন ৩৩০ ম্যাচ, জিতেছেন টানা সাতটি বুন্ডেসলিগা শিরোপা। এর আগে বার্সেলোনার হয়ে জেতেন দুটি লা লিগা শিরোপা।

জার্মান পত্রিকা বিল্ডকে শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে রুমেনিগে জানান, থিয়াগোর ক্লাব ছাড়ার ভাবনার কথা।

“মাঠের ভেতরে ও বাইরে দারুণ একজন মানুষ সে। আমরা তার সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করেছি, তার সব চাওয়া পূরণ করেছি। তবে মনে হচ্ছে, সে আরেকবার নতুন কিছু করতে চায়।”

বায়ার্নের সঙ্গে থিয়াগোর চুক্তির মেয়াদ আছে আগামী মৌসুম পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে এই মিডফিল্ডার ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাবেন। স্বাভাবিকভাবে, সেটা চায় না বায়ার্ন। রুমেনিগেও তাই পরিষ্কার করে জানালেন, ট্রান্সফার ফি ছাড়া তাকে ছাড়তে চান না তারা।

বায়ার্ন কোচ হান্স ফ্লিক অবশ্য আশাবাদী, আলিয়াঞ্জ অ্যারেনাতেই থেকে যাবেন থিয়াগো।

সংবাদ মাধ্যমের খবর, এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের নজর রয়েছে থিয়াগোর দিকে।