গেতাফে ম্যাচে নেই আজার

লা লিগায় গেতাফের বিপক্ষে এদেন আজারকে দলে রাখেনি রিয়াল মাদ্রিদ। চোট কাটিয়ে ফিরেছেন দুই ফরোয়ার্ড লুকাস ভাসকেস ও লুকা ইয়োভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 12:06 PM
Updated : 2 July 2020, 12:06 PM

মাদ্রিদের আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

চোট কাটিয়ে মাঠে ফিরলেও এখনো সেরা ছন্দে ফিরতে পারেননি আজার। বারবার ফাউলের শিকার হওয়াটাও এই বেলজিয়ানকে ঘিরে ভাবনার কারণ। বুধবার সংবাদ সম্মেলনে তাকে নিয়ে শঙ্কার কথাও জানিয়েছিলেন কোচ জিনেদিন জিদান।

“এদেন ফর্মে ফিরতে লড়াই করছে, কারণ অনেক দিন সে মাঠের বাইরে ছিল। তাকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। সময় মতো সে সেরা ফর্মে ফিরবে।”

জিদানের জন্য স্বস্তির ব্যাপার হলো, ভাসকেস ও ইয়োভিচের ফেরা। গত মে মাসের মাঝামাঝি সময়ে ডান পায়ের গোড়ালির চোটে পড়েছিলেন ইয়োভিচ। আর ভাসকেস ভুগছিলেন পায়ের পেশির চোটে।

করোনাভাইরাস বিরতি শেষে লিগ শুরুর পর প্রথম দলভুক্ত হলেন এই দুই ফরোয়ার্ড।

এদিন জিতলে শিরোপা দৌড়ে ৪ পয়েন্টে এগিয়ে যাবে রিয়াল মাদ্রিদ।

৩২ ম্যাচে ২১ জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৭১। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৭০।