শিরোপা রক্ষা নয়, তাড়া করবে লিভারপুল: ক্লপ

তিন দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেশ এখনও কাটেনি। কিন্তু লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ আগামী লিগের ভাবনা জানিয়ে রাখলেন! পরের মৌসুমে তার দল মুকুট ধরে রাখার ভাবনায় খেলবে না, বরং তাড়া করবে বলে জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 10:59 AM
Updated : 2 July 2020, 11:00 AM

কদিন আগেই রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জিতেছে লিভারপুল। ২০১৯-২০ মৌসুমে লিগের খেলা এখনও শেষ হয়নি।

তবে এখন থেকেই যেন পরের লিগ নিয়ে ভাবতে বসেছেন ক্লপ। এর কারণও জানিয়েছেন ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়া এই জার্মান।

“পরের মৌসুমে আমরা লিগ শিরোপা রক্ষা করব না; তাড়া করব। এতদিনে আমি একটা বিষয় শিখেছি, যখন মনে হবে চূড়ায় উঠে গেছি, একই সঙ্গে তখন বুঝতে হবে যে, নিচে নামার যাত্রাও শুরু হয়ে গেছে।”

এ মুহূর্তে লিগ টেবিলে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ২৩ পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল। সামনের মৌসুমে পেপ গুয়ার্দিওলার দল শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াতে চাইবে বলেও মনে করেন ক্লপ।

“পরের মৌসুমে সিটি শক্তিশালী থাকবে। ম্যানচেস্টার ইউনাইটেডও শক্তিশালী থাকবে। চেলসিও শক্তিশালী থাকবে।”

“অবশ্যই সিটি দুর্দান্ত একটা দল। ইউনাইটেড, চেলসিও দারুণ অবস্থায় আছে।

বৃহস্পতিবার লিগ ম্যাচে সিটির মুখোমুখি হবে লিভারপুল। প্রতিপক্ষ দলের কোচ গুয়ার্দিওলা আগেই জানিয়ে রেখেছেন, ক্লপের দলকে ‘গার্ড অব অনার’ দেওয়ার কথা। লিভারপুল কোচও উন্মুখ হয়ে আছেন বিশেষ মুহূর্তটির জন্য।