হাকিমিকে বিক্রির ব্যাখ্যায় জিদান

কোনো পক্ষ থেকেই এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংবাদ মাধ্যমের খবর, এরই মধ্যে ইন্টার মিলানে যোগ দিয়েছেন আশরাফ হাকিমি। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কথাতেও সেটার প্রমাণ মিলল। মরক্কোর এই ফুল-ব্যাককে ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 02:43 PM
Updated : 1 July 2020, 02:43 PM

রিয়ালের যুব দল থেকে ২০১৭-১৮ মৌসুমে মূল দলে সুযোগ পান হাকিমি। ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে খেলেন ১৭ ম্যাচ। পরের দুই মৌসুম ধারে খেলেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে।

গণমাধ্যমের খবর, সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে মঙ্গলবার ইন্টারে যোগ দিয়েছেন হাকিমি। তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইতালিয়ান দলটি।

হাকিমিকে বিক্রি করার সিদ্ধান্তে অনেক রিয়াল সমর্থক নাকি খুশি হতে পারেনি। তবে লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে জিদান বললেন, সিদ্ধান্তটা দুই পক্ষের জন্যই ‘ভালো হয়েছে।’ 

“আমাদের সঙ্গে তার খুব ভালো একটি মৌসুম কেটেছিল, তবে এখানে দুটি দিক বিবেচনা করতে হয়; অর্থনৈতিক এবং খেলা বিষয়ক।”

“এখন তাকে নিয়ে কথা বলার সময় নয়…আমি খেলার বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমি আশরাফের পরিস্থিতি বুঝতে পারছি। কিন্তু এটা এমন একটি বিষয়, যে সিদ্ধান্ত ক্লাব নেবে; যেখানে ক্লাব, খেলোয়াড় ও কোচ জড়িত থাকে। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর আর কিছু থাকে না।”