রোনালদো-দিবালার গোলে ব্যবধান বাড়াল ইউভেন্তুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2020 03:53 AM BdST Updated: 01 Jul 2020 04:37 AM BdST
প্রথমার্ধে ইউভেন্তুসকে ঠেকিয়ে রাখলেন জেনোয়ার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে আর পারলেন না। পাওলো দিবালা, ক্রিস্তিয়ানো রোনালদো ও দগলাস কস্তার গোলে প্রত্যাশিত জয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেছে মাওরিসিও সাররির দল।
সেরি আর ম্যাচে মঙ্গলবার ৩-১ গোলে জিতেছে ইউভেন্তুস। দিবালা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রোনালদো। পরে স্কোরলাইন ৩-০ করেন কস্তা। ইতালিয়ান কাপের ফাইনালে হারের পর এই তিন খেলোয়াড়ের ফিটনেস নিয়েই সমালোচনা করেছিলেন কোচ। তেতে থাকা খেলোয়াড়রা দেখালেন নিজেদের সামর্থ্য।
শুরু থেকে জেনোয়াকে চেপে ধরে ইউভেন্তুস। বল নিয়ন্ত্রণে অনেক এগিয়ে ছিল গত আট আসরের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে গোলের জন্য নেয় ১১টি শট, এর পাঁচটি ছিল লক্ষ্যে। তবে গোলরক্ষক মাত্তিয়া পেরিনকে পরাস্ত করা সম্ভব হয়নি।

ত্রয়োদশ মিনিটে রোনালদোর বুলেট গতির শট কর্নারের বিপক্ষে রক্ষা করেন ইউভেন্তুসের সাবেক গোলরক্ষক পেরিন। প্রথমার্ধের শেষ দিকে আবার পর্তুগিজ ফরোয়ার্ডের চেষ্টা ব্যর্থ করে দেন তিনি।
মাঝে ২৭তম মিনিটে বিপজ্জনকভাবে বল নিয়ে ঢুকে পড়েছিলেন দিবালা। কিন্তু শট নিতে পারেননি। নষ্ট হয় ভালো একটি সুযোগ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পান দিবালা। ৫০তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর কাছ থেকে বল পেয়ে পায়ের কারিকুরিতে সামনে এগিয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ডি-বক্সে ঢুকে জায়গা করে নিয়ে কোনাকুনি গড়ানো শটে দলকে এগিয়ে নেন তিনি। ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি পেরিন।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মিরালেম পিয়ানের কাছ থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে যান তিনি। ২৫ গজ দূর থেকে তার বুলেট গতির শট খুঁজে নেয় ঠিকানা।
দিবালার মতো টানা তিন ম্যাচে গোল পেলেন রোনালদোও। আসরে এটি তার ২৪তম গোল। ২৯ গোল করে তার সামনে আছেন কেবল লাৎসিওর চিরো ইম্মোবিলে।
৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান কস্তা। ডি-বক্সের বাইরে বল পেয়ে দূরের পোস্ট দিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কিছুই করার ছিল না স্বাগতিক গোলরক্ষকের।
চার মিনিট পর আন্দ্রেয়া পিনামোন্তির গোলে ব্যবধান কমায় জেনোয়া।
দিনের প্রথম ম্যাচে তোরিনোর বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জেতে লাৎসিও। ২৯ ম্যাচে দলটির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান দৃঢ় করেছে ইউভেন্তুস।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন