বার্সায় ফেরার ‘প্রস্তুতি নিচ্ছেন’ কোচ চাভি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2020 05:54 PM BdST Updated: 29 Jun 2020 06:59 PM BdST
আগেও বলেছেন বেশ কয়েকবার। কোচ হয়ে বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা আবারও জানালেন চাভি এরনান্দেস। অপেক্ষা কেবল সঠিক সময়ের। এজন্য জোর প্রস্তুতি চলছে বলেও জানালেন ১৭ বছর কাতালান ক্লাবটির হয়ে খেলা সাবেক স্প্যানিশ এই ফুটবলার।
গত জানুয়ারিতে এরনেস্তো ভালভেরদে বরখাস্ত হওয়ার পর কিকে সেতিয়েনকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বার্সেলোনা। ক্লাবটির পক্ষ থেকে অবশ্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল চাভিকে। তিনি রাজি না হওয়ায় দ্বিতীয় পছন্দ বেছে নেয় দলটি।
চাভির বার্সেলোনার কোচ হওয়ার ইচ্ছে অনেক আগে থেকেই। তবে সে সময় নিজেকে প্রস্তুত মনে না করায় স্পেনের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার ফিরিয়ে দিয়েছিলেন প্রস্তাব। তখনও জানিয়েছিলেন, ভবিষ্যতে কাতালান ক্লাবটির কোচ হতে চান তিনি।
বর্তমানে কাতারের ক্লাব আল-সাদে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৪০ বছর বয়সী চাভি। সেখানে নিজেকে বার্সেলোনার যোগ্য কোচ হিসেবে গড়ে তুলছেন বলে স্প্যানিশ দৈনিক স্পোর্তে রোববার প্রকাশিত এক ভিডিওকনফারেন্সে জানান চাভি।
“আমার এখন সবচেয়ে বড় আশা বার্সার কোচ হওয়া এবং বার্সাকে জয়ের ধারায় ফেরানো…আর এজন্য আমার টেকনিক্যাল স্টাফরা জোর প্রস্তুতি নিচ্ছে, যা আমাদের রোমাঞ্চিত করছে।”
দায়িত্ব নিয়ে একেবারে শূন্য থেকে শুরু করতে চান কাতালান দলটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (৮৫৫) খেলা এই তারকা।
“একেবারে শূন্য থেকে শুরু করার লক্ষ্যে আমি সঠিক সময়ে ফিরতে চাই। এটা আমি অনেকবার বলেছি। বার্সেলোনায় আমি ফুটবল সম্পর্কিত সিদ্ধান্ত নিতে চাই।”
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের