লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেবে সিটি

প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর চ্যাম্পিয়নের বেশে লিভারপুল প্রথম খেলবে গতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটির মাঠে। কদিন বাদে হতে যাওয়া ম্যাচটিতে নতুন চ্যাম্পিয়নদের স্বাগতিক দলের খেলোয়াড়রা ‘গার্ড অব অনার’ দেবে বলে জানিয়েছেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 07:43 AM
Updated : 28 June 2020, 08:36 AM

ইতিহাদ স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া একটায়।

গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন ও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি গত বৃহস্পতিবার চেলসির মাঠে হেরে গেলে নিশ্চিত হয়ে যায় লিভারপুলের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা। ৩০ বছরের অপেক্ষা ঘুচিয়ে তারা ঘরে তোলে আরেকটি লিগ শিরোপা।

রেকর্ড সাত ম্যাচ বাকি থাকতে শিরোপা জেতা লিভারপুল ‘গার্ড অব অনার’ পাওয়ার দাবিদার বলে মনে করেন গুয়ার্দিওলা। এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে রোববার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে সিটি, এর আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির কোচ।

“অবশ্যই আমরা গার্ড অব অনার দিব। লিভারপুল আমাদের এখানে আসলে আমরা তাদের অভিবাদন জানাব…এটা তাদের প্রাপ্য।”