১৩১ বছরের ইতিহাসে প্রথম ক্লপ

যার হাত ধরে ৩০ বছরের অপেক্ষার অবসান হলো লিভারপুলের, সেই ইয়ুর্গেন ক্লপ গড়লেন ইতিহাস। প্রথম জার্মান কোচ হিসেবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের ১৩১ বছরের ইতিহাসে শিরোপা জিতলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 09:42 PM
Updated : 25 June 2020, 10:25 PM

স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার চেলসির বিপক্ষে ২-১ ব্যবধানে ম্যানচেস্টার সিটির হারের পর সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে লিভারপুল। ৭ ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিল ক্লপের দল।

৩১ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৮৬। ২০ জয় ও তিন ড্রয়ে সিটির পয়েন্ট ৬৩।

১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জিতল লিভারপুল। সব মিলিয়ে ১৯তম শিরোপা, প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর প্রথম। 

বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। গতবার দলকে জেতান চ্যাম্পিয়ন্স লিগ। এবার এলো প্রিমিয়ার লিগ শিরোপা।