এবার আমাদের পালা: সালাহ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2020 05:05 PM BdST Updated: 25 Jun 2020 05:05 PM BdST
অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে স্বপ্ন পূরণের খুব কাছে পৌঁছে গেছে লিভারপুল। ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় তাদের ৩০ বছরের শিরোপা খরা ঘোচানোর এটাই সময়, বলেছেন দলটির তারকা খেলোয়াড় মোহামেদ সালাহ।
অ্যানফিল্ডে বুধবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের ৪-০ ব্যবধানের জয়ে আসরে নিজের ১৭তম গোল করেন সালাহ। বাকি সাত ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে ‘অল রেড’ নামে পরিচিত দলটির।
শিরোপা লড়াই শেষ হয়ে যেতে পারে বৃহস্পতিবারও। চেলসির মাঠে গতবারের চ্যাম্পিয়ন ও পয়েন্ট তালিকার দুই নম্বর দল ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারালে উৎসবে মাতবে লিভারপুল।
শিরোপা থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে এখন অনেকটাই নির্ভার সালাহ। তবে খুব রোমাঞ্চিত তিনি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় স্কাই স্পোর্টসকে মিশরের এই ফরোয়ার্ড বলেন, “লিগ জিততে আর ২ পয়েন্ট দরকার, ব্যাপারটা অসাধারণ।”
“এখানে আসার পর বলেছিলাম, আমি প্রিমিয়ার লিগ জিততে চাই। অনেক দিন হলো শহরটি এই শিরোপা জেতেনি।”
গতবার শিরোপার খুব কাছে গিয়েও জেতা হয়নি। ম্যানচেস্টার সিটি যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছিল বলে মনে করেন ২৮ বছর বয়সী এই তারকা।
“গত বছর আমাদের একটা সুযোগ ছিল। কিন্তু ম্যান সিটি সত্যিই দারুণ খেলেছিল এবং তারাই ছিল শিরোপার যোগ্য দাবিদার। এবার আমাদের লিগ জয়ের পালা।”
লিভারপুল সবশেষ লিগ জিতেছিল ১৯৮৯-৯০ মৌসুমে, স্যার কেনি ডালগ্লিশের নেতৃত্বে, যা ছিল তাদের ১৮তম লিগ শিরোপা।
এরপর গত মৌসুমেই শিরোপার সবচেয়ে কাছে গিয়েছিল দলটি। ইয়ুর্গেন ক্লপের দল ৯৭ পয়েন্ট নিয়েও শিরোপা জিততে পারেনি। ১ পয়েন্টে এগিয়ে শিরোপা জিতে নেয় পেপ গুয়ার্দিওলার সিটি।
এই মৌসুমেও লিগে অসাধারণ যাত্রা ধরে রেখেছে লিভারপুল। করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া তিন মাসের অনাকাঙ্ক্ষিত বিরতি তাদের শিরোপা উৎসব বিলম্বিত করেছে।
ক্রিস্টাল প্যালেস ম্যাচ দিয়েই শিরোপা উৎসব করতে পারত লিভারপুল। কিন্তু লিগ ফেরার পর নিজেদের প্রথম ম্যাচে এভারটনের সঙ্গে ড্র করায় অপেক্ষা বাড়ে।
বুধবারের জয় তাই ক্লপের কাছে ‘এক বড় পদক্ষেপ’। এই ধারা ধরে রাখতে পারলে সামনের ম্যাচগুলো প্রতিপক্ষের জন্য হবে দুঃস্বপ্নের মতো, বিবিসি রেডিওকে বলেন এই জার্মান কোচ।
“আজকের (বুধবার) জয় ছিল শিরোপার পথে বড় এক পদক্ষেপ, এটা পরিষ্কার। আমাদের এখনও সাত ম্যাচ খেলা বাকি রয়েছে। যদি আমরা এভাবে খেলতে থাকি, তাহলে আমাদের বিপক্ষে খেলাটা প্রতিপক্ষের জন্য সুখকর হবে না।”
“আগামীকালের (বৃহস্পতিবারের সিটি-চেলসি লড়াই) ম্যাচটি আমাকে দেখতে হবে, কারণ এক সপ্তাহ পর আমরা তাদের (সিটির) বিপক্ষে খেলব।”
আগামী বৃহস্পতিবার ম্যানচেস্টারের ইতিহাদে মুখোমুখি হবে লিভারপুল ও সিটি।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর