রামোসের ফ্রি-কিকে রোমাঞ্চিত জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2020 01:18 PM BdST Updated: 25 Jun 2020 04:50 PM BdST
মায়োর্কার বিপক্ষে ফ্রি-কিক থেকে সের্হিও রামোসের অসাধারণ গোল মুগ্ধ করেছে জিনেদিন জিদানকে। রিয়াল মাদ্রিদের কোচ বলছেন, অনুশীলনে ফ্রি-কিক নিয়ে কাজ করার ফল পেয়েছেন রামোস।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বুধবার রাতে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে আবার লা লিগার শীর্ষে ফেরে রিয়াল। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রামোস।
ডি-বক্সের একটু সামনে ফ্রি-কিক পেয়েছিল রিয়াল। রামোসের ডান পায়ের জোরালো শটে বল বাঁ পোস্টের ওপরের কোনা দিয়ে জালে জড়ায়। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি মায়োর্কার গোলরক্ষক রেইনা।
রামোসের সৌজন্যে ৫২৮ দিন পর ফ্রি-কিকে গোল পেল রিয়াল। ক্রিস্তিয়ানো রোনালদো ইউভেন্তুসে চলে যাওয়ার পর থেকে ফ্রি-কিকে গোল পেতে ধুঁকছিল তারা। অবশেষে দীর্ঘদিনের খরা কাটল রামোসের কল্যাণে। ম্যাচ শেষে গোলটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কোচ।
“তার গোল নিয়ে আমি রোমাঞ্চিত, এটি গুরুত্বপূর্ণ ছিল। সে আমাদের অধিনায়ক, আমাদের নেতা। ডিফেন্সে সে আরও একবার সুর বেঁধে দিয়েছে এবং অন্য প্রান্তে গিয়েও… তার গোলটি নিয়ে আমি খুবই খুশি। ফ্রি-কিক নিয়ে সে কাজ করছে। তার জন্য এটি তাই তৃপ্তিদায়ক, আমাদের জন্যও।”
ক্যারিয়ারের শেষ দিনটি পর্যন্ত রামোসকে রিয়ালে দেখতে চান, জানিয়ে দিলেন জিদান।
“ সের্হিও এখানকার আপন একজন। অনেক বছর ধরে সে এখানে আছে এবং ওর উচিত, এখানে থেকেই অবসরে যাওয়া। আমি এটিই মনে করি এবং এই ভাবনায় অটল থাকব।”
-
বৃষ্টি আর বজ্রপাতে মোহনবাগান-কিংস ম্যাচ আপাতত স্থগিত
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
-
‘লেভানদোভস্কিকে দলে টানার অবস্থায় নেই বার্সা’
-
শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
-
ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
-
টিভিতে আজ
-
চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ