কঠিন ম্যাচ জয়ের আনন্দ রিয়ালের

রিয়াল সোসিয়েদাদের মাঠে সবশেষ স্মৃতি ভালো ছিল না। এবারও শুরুতে ধুঁকতে দেখা গেল রিয়াল মাদ্রিদকে। শেষ দিকে এক গোল হজম করে হয়তো হোঁচট খাওয়ার শঙ্কাও জেগেছিল। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় উচ্ছ্বসিত দলটির মিডফিল্ডার ফেদেরিকো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 08:51 AM
Updated : 22 June 2020, 11:42 AM

সোসিয়েদাদের মাঠে রোববার লিগ ম্যাচে এদেন আজার ও লুকা মদ্রিচকে বেঞ্চে বসিয়ে খেলতে নামা রিয়াল শুরুতে ছন্দ পাচ্ছিল না। পরে গুছিয়ে উঠে সের্হিও রামোস ও করিম বেনজেমার গোলে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। শেষ দিকে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে ২-১ ব্যবধানে জিতে বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগায় শীর্ষে ওঠে রিয়াল।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলেরই পয়েন্ট ৬৫ করে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে মাদ্রিদের দলটি। লিগে প্রথম দেখায় বার্সেলোনার মাঠে গোলশূন্য ড্রয়ের পর মার্চে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছিল রিয়াল।

শুরুর নড়বড়ে অবস্থা কাটিয়ে ওঠার পর বেনজেমা, ভিনিসিউস জুনিয়র নষ্ট করেন একাধিক সুযোগ। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন ডিফেন্ডার রামোস। পরে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমা।

শেষ দিকে মিকেল মেরিনো এক গোল করলেও শেষ রক্ষা হয়নি গত লিগে রিয়ালকে দুই দেখায় হারানো সোসিয়েদাদের। গত বছর মে মাসে লিগে সবশেষ এই মাঠে খেলতে এসে ৩-১ গোলে হেরেছিল জিনেদিন জিদানের দল।

রিয়ালের জয়ে বিতর্কের কালিও লেগেছে কিছুটা। রামোসের গোলের পর ৬৭তম মিনিটে দূরপাল্লার নিচু শটে জালে বল পাঠিয়েছিলেন আদনান ইয়ানুজাই। তবে মেরিনো ছোট ডি-বক্সের কাছে অফসাইডে থাকায় গোল দেননি রেফারি, যদিও বলে তার কোনো ছোঁয়া ছিল না। তবে ফেদেরিকোর দাবি, যোগ্য দল হিসেবে ৩ পয়েন্ট পেয়েছে তারা।

“আমার মতে, খুবই কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা আধিপত্য করেছি। আমরা জানতাম, কিভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় এবং কিভাবে নিজেদের লিড ধরে রাখতে হয়।”

“আমরা খুবই খুশি। কেননা, এটা ছিল কঠিন একটা ম্যাচ। আর এরকম একটা ম্যাচ জেতার পর উপভোগ করা উচিত।”