বার্সার লিগ জেতা কঠিন, মানছেন পিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2020 03:44 PM BdST Updated: 20 Jun 2020 04:52 PM BdST
সেভিয়ার বিপক্ষে পয়েন্ট হারিয়ে লা লিগা শিরোপা ভাগ্য নিজেদের হাতে রাখতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। এ অবস্থায় তাদের জন্য লিগ জেতার কাজটা কঠিন হয়ে গেছে বলে মনে করেন দলটির ডিফেন্ডার জেরার্দ পিকে। তবে তারা শেষ পর্যন্ত লড়ে যাবেন বলে জানিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
Related Stories
তৃতীয় স্থানে থাকা সেভিয়ার মাঠে শুক্রবার রাতে বিবর্ণ ফুটবল খেলে গোলশূন্য ড্র করে কিকে সেতিয়েনের দল। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে এখনও অবশ্য শীর্ষে আছে বার্সেলোনা। রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতলে তাদেরও হবে সমান পয়েন্ট। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে উঠবে মাদ্রিদের দলটি।
আর এ কারণেই বার্সেলোনার জন্য শিরোপা ধরে রাখা যে এখন কঠিন হয়ে গেছে, মানছেন পিকে।
‘এখন পর্যন্ত হওয়া ম্যাচগুলো পর্যালোচনা করলে পরিষ্কার হয়ে যায়, আমাদের জন্য লিগ জেতা অনেক কঠিন হয়ে গেছে। এই ড্রয়ের পর নিয়ন্ত্রণ আর আমাদের হাতে নেই। আর সূচির দিকে লক্ষ্য করলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর বিষয় কল্পনাতেও আসে না। তারপরও আমরা শেষ পর্যন্ত জয়ের চেষ্টা করে যাব।”
নতুন করে শুরুর পর প্রথম দুই ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ মায়োর্কা ও লেগানেসকে হারালেও প্রথম কঠিন পরীক্ষাতেই হোঁচট খেল বার্সেলোনা। তবে পিকে মনে করছেন, জয়টা তাদের প্রাপ্য ছিল।
“বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে এবং আমরা খারাপ খেলিনি। আমার মনে হয়েছে, আমরা দুই পয়েন্ট হারিয়েছে। আমরা ওদের চেয়ে সুযোগ বেশি পেয়েছিলাম, আর শেষ দিকে ওরা ক্লান্ত হয়ে পড়েছিল। তবে ওরা লিগে তিন নম্বরে আছে, ওরা ভালো দল। তাই লড়াইটা কঠিন হওয়ায় আমাদের অবাক হওয়া মানায় না।”
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে