এমবাপেকে দেখলে নিজের কথা মনে পড়ে রোনালদোর

কিলিয়ান এমবাপের প্রতি মুগ্ধতার শেষ নেই রোনালদোর। ফরাসি তরুণ ফরোয়ার্ডের খেলা দেখলেই নাকি নিজের খেলোয়াড়ি জীবনের কথা মনে পড়ে যায় ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকার! রিয়াল মাদ্রিদের ‘ভবিষ্যৎ তারকার’ প্রশ্নে তাই এমবাপেকে বেছে নিলেন ‘দা ফেনোমেনন’ নামে পরিচিত রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2020, 12:01 PM
Updated : 19 June 2020, 02:32 PM

মাদ্রিদে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমবাপেকে প্রশংসায় ভাসান বার্সেলোনা, রিয়াল, এসি মিলান ও ইন্টার মিলানের সাবেক ফুটবলার রোনালদো।

“আমি রিয়ালের দায়িত্বে থাকলে, এমবাপেকে নিয়ে আসতাম। তার গতি, তার ফিনিশিংয়ের ধরন ও যেভাবে সে শট নেয়-দেখলে আমার নিজেকে মনে পড়ে যায়। সে আমার খেলোয়াড়ি দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।”

ফাইল ছবি

২০১৬-১৭ মৌসুমে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেওয়া এমবাপে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ক্লাব ফুটবলেও দারুণ সফল; তিনটি লিগ ওয়ানসহ জিতেছেন আরও কয়েকটি ঘরোয়া শিরোপা।

পিএসজির সঙ্গে ২১ বছর বয়সী এমবাপের চুক্তি ২০২২ সাল পর্যন্ত। তবে আগামী দলবদলের বাজারেই তাকে দলে টানতে রিয়াল জোর চেষ্টা চালাবে বলে গণমাধ্যমের খবর। স্প্যানিশ ক্লাবটির প্রতি ভালোলাগার কথা এর আগে নিজেও জানিয়েছেন এমবাপে।