বার্সা নয়, নিজেদের নিয়ে ভাবছেন রিয়াল কোচ

লা লিগা জিততে রিয়াল মাদ্রিদের বাকি সব ম্যাচ জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে বার্সেলোনার পরাজয়ের। তবে প্রতিপক্ষকে নিয়ে না ভেবে কেবল নিজেদের নিয়ে ভাবছে মাদ্রিদের দলটি, জানালেন কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2020, 09:08 AM
Updated : 19 June 2020, 09:08 AM

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দ্বিতীয়ার্ধের নজরকাড়া ফুটবলে ভালেন্সিয়াকে ৩-০ গোলে হারায় রিয়াল। জোড়া গোল করেন করিম বেনজেমা। অন্য গোলটি চোট কাটিয়ে ফেরা মার্কো আসেনসিওর। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন ফরাসি কিংবদন্তি।

এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ফের ২ পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল। গত মঙ্গলবার লেগানেসকে ২-০ গোলে হারানো বার্সেলোনা ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬২। জিদান মনে করেন, পয়েন্টের এই ‘খেলা’ লিগের শেষ পর্যন্ত চলবে।

“আমরা জানি, শেষ পর্যন্ত এমনই চলবে। তবে আজ যেমন খেলেছি, তাতে আমরা খুশি হতে পারি। মাঠে খেলোয়াড়রা লড়াই করছে; আমাদের উপভোগ করতে হবে, তাদের অভিনন্দন জানাতে হবে। কারণ পরিপূর্ণ একটি ম্যাচ খেলেছি আমরা। এরপর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে।”

শুক্রবার রাতে তৃতীয় স্থানে থাকা সেভিয়ার মাঠে খেলবে বার্সেলোনা। জিদান জানালেন, এই ম্যাচের দিকে তিনি লক্ষ্য রাখবেন, তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের ফল নিয়ে কোনো ভাবনা নেই তার।

“পরিস্থিতি বিবেচনায়, আমরা কী করছি, এর ওপরই আমাদের পথচলা নির্ভর করবে। ম্যাচটি আমি দেখব, তবে বার্সেলোনা পা হড়কাবে কি-না, সেসব নিয়ে ভাবছি না। আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে।”