আলভেসের কঠিনতম প্রতিপক্ষ রোনালদো

লা লিগায় একসময় মুখোমুখি হতেন নিয়মিত। দুজনেরই ঠিকানা বদল হওয়ায় এখন সেই সুযোগ নেই। তবে ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে দানি আলভেসের মনোভাব আছে আগের মতোই। ব্রাজিলিয়ান রাইট-ব্যাক জানালেন, তার মুখোমুখি হওয়া কঠিনতম প্রতিপক্ষ হলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 10:54 AM
Updated : 18 June 2020, 10:54 AM

একসময়ের পেপ গুয়ার্দিওলার ‘সর্বজয়ী’ বার্সেলোনা দলের গুরুত্বপূর্ণ সদস্য আলভেস ‘ইউবিট’ টিভিকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে নিয়ে এমন মন্তব্য করেন।

“সে আমাকে কখনোই তেমন ভোগাতে পারেনি, কারণ আমি মনোযোগী থাকতাম। তবে আমি যাদের মুখোমুখি হয়েছি, তাদের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হলো ক্রিস্তিয়ানো রোনালদো, নিঃসন্দেহে।”

“সে ওই ধরনের প্রতিপক্ষ, যাদের বিপক্ষে আপনাকে শতভাগ লক্ষ্যে স্থির থাকতে হবে। সেটা যদি ৯৯ শতাংশও হয়, তাহলে সে আপনাকে বোকা বানাবে এবং শেষ করে দেবে…যখন আমি গুয়ার্দিওলার দলে ছিলাম, তখন আমার মনে হয়, সে আমাকে যতটা ভুগিয়েছিল তার চেয়ে বেশি আমি তাকে ভুগিয়েছিলাম।”

লিওনেল মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো বর্তমানে খেলছেন ইউভেন্তুসে। আর ৩৭ বছর বয়সী আলভেস আছেন স্বদেশি সাও পাওলোয়।