সানচেসকে ছুঁয়ে রোনালদোর আরও কাছে মেসি

লেগানেসের বিপক্ষে সফল স্পট কিকে লা লিগায় পেনাল্টি থেকে গোল করাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন লিওনেল মেসি। যেখানে আগে থেকেই আছেন সাবেক ফুটবলার হুগো সানচেস। তালিকায় সবার ওপরে ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 09:24 AM
Updated : 17 June 2020, 09:24 AM

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে ২-০ ব্যবধানে বার্সেলোনার জয়ের ম্যাচে ৬৯তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। ডি-বক্সে তিনিই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। প্রথমার্ধে তরুণ আনসু ফাতির গোলে এগিয়ে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। 

ক্রীড়া উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার তথ্য অনুযায়ী, লা লিগায় পেনাল্টি থেকে এটি মেসির ৫৬তম গোল। স্পট কিকে সমান সংখ্যক গোল করেছিলেন মাদ্রিদের দুই দল আতলেতিকো ও রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড হুগো সানচেস। 

৬১ গোল করে এই দুজনের ওপরে আছেন রোনালদো। ২০০৯-১৮ সাল পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে গোলগুলো করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

স্পেনের শীর্ষ লিগে আর কেউ পেনাল্টি থেকে ৫০ গোল করতে পারেনি। ৪৬ গোল নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার রোনাল্ড কোমান।